1. admin@chattogramsangbad.net : chattomsangba :
  2. editor@chattogramsangbad.net : editor :
আওয়ামী লীগ দেউলিয়া দলে পরিণত হয়েছে: মির্জা ফখরুল - দৈনিক চট্টগ্রাম সংবাদ
November 11, 2024, 5:06 pm

আওয়ামী লীগ দেউলিয়া দলে পরিণত হয়েছে: মির্জা ফখরুল

রিপোর্টার নাম
  • আপডেট সময় : Wednesday, January 11, 2023
  • 82 বার পড়েছে

সংবাদ ডেস্ক আওয়ামী লীগ দেউলিয়া রাজনৈতিক দলে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার (১১ জানুয়ারি) দুপুরে নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনের সড়কে গণঅবস্থান কর্মসূচীতে এ মন্তব্য করেন বিএনপি মহাসচিব। আওয়ামী লীগ সরকারের পদত্যাগসহ ১০ দফা দাবিতে বিএনপি এ গণঅবস্থান কর্মসূচি পালন করে।

মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ সম্পূর্ণভাবে রাজনৈতিক অস্তিত্ব হারিয়েছে। গণবিচ্ছিন্ন হয়ে পুলিশ ও আমলাদের ওপর নির্ভর করছে। বিএনপির অসংখ্য নেতাকর্মী অমানবিক অবস্থায় কারাগারে রয়েছেন বলেও উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, দুর্নীতিপরায়ণ ও জনবিচ্ছিন্ন হয়ে আওয়ামী লীগ রাষ্ট্রক্ষমতা দখল করে রেখেছে।

বিএনপি মহাসচিব বলেন, দেশের মানুষ ভয়াবহ ফ্যাসিস্ট সরকারের হাত থেকে মুক্তি চায়। তাই জেগে উঠেছে। বলেন, বিএনপি ও সমমনা সব দল একমত হয়ে ১০ দফা দাবিতে কর্মসূচি সফল করবে।

গণঅবস্থান কর্মসূচীতে সভাপতিত্ব করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। বলেন, বিএনপির সামনে চ্যালেঞ্জ এই সরকারকে বিদায় করতে হবে। শান্তিপূর্ণ কর্মসূচিতে গণআন্দোলনে সরকারের পতন ঘটাতে হবে।

দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, কাউকে ধাক্কা দিয়ে ক্ষমতা থেকে ফেলতে চাই না। সঠিক ও সুষ্ঠু নির্বাচনে সরকারের পতন ঘটাতে চাই। শান্তিপূর্ণ মিছিল-মিটিংয়ে সরকারের পতন ঘটাতে চাই। কোনও বিশৃঙ্খল-উচ্ছৃঙ্খল কর্মসূচি দিয়ে নয়। কোনো উসকানি দিলে এর ফল ভালো হবে না। জোর করে ক্ষমতায় থাকার দিন শেষ।

যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে বিএনপিসহ সরকারবিরোধী বিভিন্ন দল ও জোট রাজধানীসহ দলের ১০ সাংগঠনিক বিভাগে বুধবার একযোগে গণঅবস্থান কর্মসূচি পালন করেছে। নির্ধারিত সময়ের আধা ঘণ্টা আগে সকাল সাড়ে দশটায় নয়াপল্টনে বিএনপির গণঅবস্থান কর্মসূচি শুরু হয়। তার আগেই দলীয় কার্যালয়ের সামনে জড়ো হন দলটির নেতাকর্মীরা। প্রধান অতিথি মির্জা ফখরুল গণঅবস্থান কর্মসূচির মঞ্চে উঠেন বেলা ১১টা ৫০ মিনিটে।

রাজধানীর আরো পাঁচটি পয়েন্টে বিএনপি সমমনাদের গণঅবস্থান কর্মসূচি পালিত হয়। এরমধ্যে জাতীয় প্রেসক্লাব এলাকায় গণতন্ত্র মঞ্চ ও বাম গণতান্ত্রিক ঐক্যজোট গণঅবস্থান করে। ১২ দলীয় জোট অবস্থান করে বিজয়নগরে পানির ট্যাংকের পাশে। জাতীয়তাবাদী সমমনা জোট পুরানা পল্টন মোড়সংলগ্ন এলাকায় এবং এলডিপি এফসিডিসংলগ্ন দলীয় কার্যালয়ের সামনে গণঅবস্থান কর্মসূচী পালন করে। আর মোস্তফা মহসীন মন্টুর নেতৃত্বে গণফোরাম অবস্থান নেয় আরামবাগের সড়কে।

বর্তমান সরকারের পদত্যাগ, সংসদ বিলুপ্ত করা ও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনসহ ১০ দফা দাবিতে বিএনপির নেতৃত্বে বিভিন্ন দল ও জোট গত ডিসেম্বর থেকে যুগপৎ আন্দোলন শুরু করেছে। দ্বিতীয় যুগপৎ কর্মসূচি গণঅবস্থান থেকে আগামী ১৬ জানুয়ারি সারাদেশে সমাবেশ ও মিছিল করার ঘোষণা দিয়েছে বিএনপি ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
© All rights reserved © 2022
Customized By chattogramsangbad