সংবাদ ডেস্ক : চট্টগ্রামের বিভাগীয় কমিশনার হিসেবে নিয়োগ দেয়া হয়েছে অতিরিক্ত সচিব ড. আমিনুর রহমানকে। সোমবার (১৬ জানুয়ারি) এক প্রজ্ঞাপনে এমন তথ্য জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
এতে বলা হয়, হোটেলস ইন্টারন্যাশনাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক(অতিরিক্ত সচিব) ড. আমিনুরকে চট্টগ্রামের বিভাগীয় কমিশনার হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। প্রজ্ঞাপনে সই করেছেন উপসচিব ভাস্কর দেবনাথ বাপ্পি।
বর্তমানে চট্টগ্রাম বিভাগের ভারপ্রাপ্ত বিভাগীয় কমিশনারের দায়িত্ব পালন করছেন ড. প্রকাশ কান্তি চৌধুরী। তিনি বিসিএস ২০ ব্যাচের কর্মকর্তা।
Leave a Reply