1. admin@chattogramsangbad.net : chattomsangba :
  2. editor@chattogramsangbad.net : editor :
হবিগঞ্জে ২০ টাকা কেজিতে নতুন পাঠ্যবই বিক্রির ঘটনায় প্রধান শিক্ষক কারাগারে - দৈনিক চট্টগ্রাম সংবাদ
January 20, 2025, 10:33 pm

হবিগঞ্জে ২০ টাকা কেজিতে নতুন পাঠ্যবই বিক্রির ঘটনায় প্রধান শিক্ষক কারাগারে

রিপোর্টার নাম
  • আপডেট সময় : Friday, January 20, 2023
  • 111 বার পড়েছে

সংবাদ ডেস্ক: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের সরকারি নতুন বই বিক্রির মামলায় এক প্রধান শিক্ষককে কারাগারে পাঠিয়েছে আদালত। অভিযুক্ত নারীর নাম আয়েশা আক্তার (৪৫)। গত মঙ্গলবার (১৭ জানুয়ারি) রাত ১২টায় তাকে গ্রেফতার দেখায় শায়েস্তাগঞ্জ থানা পুলিশ। পরে বুধবার (১৮ জানুয়ারি) দুপুরে তাকে কারাগারে পাঠানো হয়।

অভিযুক্ত নারী শায়েস্তাগঞ্জ উপজেলার কদমতলি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।শায়েস্তাগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আলী বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ সূত্রে জানা যায়, আয়েশা আক্তার তার বিদ্যালয়ে প্রথম থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের জন্য আসা ৪৯০টি সরকারি নতুন বই ২০ টাকা কেজি দরে বিক্রি করে দেন। বইগুলোর ওজন ছিল ৭০ কেজি। মঙ্গলবার বিকেলে বইগুলো ভাঙারি দোকান থেকে জব্দ করা হয়। পরে ওই শিক্ষককে আটক করে থানায় সোপর্দ করা হয়।

শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক কামাল বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, আয়েশা আক্তারকে থানায় জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে ঘটনা প্রমাণিত হলে রাত ১২টায় সরকারি বই বিক্রির অভিযোগে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আলী তার বিরুদ্ধে মামলা করেন। এরপর তাকে গ্রেফতার দেখানো হয়। বুধবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
© All rights reserved © 2022
Customized By chattogramsangbad