1. admin@chattogramsangbad.net : chattomsangba :
  2. editor@chattogramsangbad.net : editor :
তবে কি রাষ্ট্রপতি হচ্ছেন শিরীন শারমিন? - দৈনিক চট্টগ্রাম সংবাদ
January 13, 2025, 7:31 am

তবে কি রাষ্ট্রপতি হচ্ছেন শিরীন শারমিন?

রিপোর্টার নাম
  • আপডেট সময় : Saturday, January 21, 2023
  • 109 বার পড়েছে

সংবাদ ডেস্ক: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগেই মেয়াদ শেষ হচ্ছে বর্তমান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের। ২৩ এপ্রিল শেষ হচ্ছে তার কার্যকাল। অর্থাৎ আগামী নির্বাচনের সময় রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে অধিষ্ঠিত থাকবেন নতুন রাষ্ট্রপতি। তবে কে হচ্ছেন দেশের ২২তম রাষ্ট্রপতি তা নিয়ে রয়েছে নানান আলোচনা। সামনে আসছে কয়েকজনের নাম।

বাংলাদেশের ১৯তম রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের মৃত্যুর পর ২০১৩ সালের ২৪ এপ্রিল দেশের ২০তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছিলেন মো. আবদুল হামিদ। তিনি ব্যক্তি হিসেবে দেশের ১৭তম রাষ্ট্রপতি। প্রথম মেয়াদ শেষে ২০১৮ সালের ২৪ এপ্রিল পুনরায় শপথ নিয়ে দেশের ২১তম রাষ্ট্রপতি হন তিনি। আগামী বছর ২৪ এপ্রিল শেষ হচ্ছে তার মেয়াদ। এর আগেই নির্বাচিত হবেন নতুন রাষ্ট্রপতি।

দুই মেয়াদেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন আবদুল হামিদ। ১৯৯১ সালে রাষ্ট্রপতি পদে নির্বাচন হয়েছিল। এরপর বাংলাদেশে সংসদীয় রীতি অনুযায়ী সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। আবার আবদুল হামিদই একমাত্র ব্যক্তি যিনি টানা দুই মেয়াদে দেশের রাষ্ট্রপতি হয়েছেন।

সংবিধানের ৫০ (২) অনুচ্ছেদে বলা হয়েছে, ‘একাধিক্রমে হউক না হউক—দুই মেয়াদের অধিক রাষ্ট্রপতি পদে কোনো ব্যক্তি অধিষ্ঠিত থাকিবেন না।’

টানা দুই মেয়াদে বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করা মো. আবদুল হামিদের আগামীতে আর রাষ্ট্রপতি হওয়ার সুযোগ থাকছে না। অর্থাৎ রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে আসছেন নতুন কেউ।

১৯৭২ সালের ১০ এপ্রিল জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হয়েছিলেন শাহ আব্দুল হামিদ। তিনি সে বছরের ১ মে পর্যন্ত দায়িত্ব পালন করেন। পরদিনই তার স্থলাভিষিক্ত হন মোহাম্মদউল্লাহ। যিনি বাংলাদেশের চতুর্থ রাষ্ট্রপতি।

বর্তমান স্পিকারসহ স্বাধীন বাংলাদেশে এখন পর্যন্ত ১২ জন স্পিকার দায়িত্ব পালন করেছেন। তাদের মধ্যে মোহাম্মদউল্লাহ, আব্দুর রহমান বিশ্বাস, ব্যারিস্টার মুহম্মদ জমির উদ্দিন সরকার ও বর্তমান রাষ্ট্রপতি আব্দুল হামিদ জাতীয় সংসদের সাবেক স্পিকার।

সংসদে এখন পর্যন্ত দায়িত্ব পালনকারী স্পিকারদের মধ্যে শিরীন শারমিন চৌধুরী ১২তম। আর নারীদের মধ্যে স্পিকার হিসেবে তিনিই প্রথম।

অনেকেই মনে করছেন, যেহেতু সাবেক ও বর্তমান মিলিয়ে চারজন রাষ্ট্রপতি সাবেক স্পিকার। তাই দেশের ২২তম রাষ্ট্রপতি হতে পারেন বর্তমান স্পিকারও। শিরীন শারমিন রাষ্ট্রপতি হলে তিনিই হবেন দেশের প্রথম কোনো নারী রাষ্ট্রপতি।

রাজনৈতিক অঙ্গনে আলোচনা শিরীন শারমিনই হতে যাচ্ছেন পরবর্তী রাষ্ট্রপতি। শুক্রবার (২০ জানুয়ারি) সামাজিক যোগাযোগ মাধ্যমে এর বেশ প্রভাবও দেখা গেছে। অনেকেই নিজ নিজ ফেসবুক পোস্টে নতুন রাষ্ট্রপতি হিসেবে তার নাম জানিয়েছেন। তবে এ বিষয়ে কেউ কোনো সূত্র প্রকাশ করেননি।

এদিকে রাষ্ট্রপতি পদে কিছুদিন আগেও আলোচনায় ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তবে ১২ জানুয়ারি এ বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেছেন, ওই পদে যাওয়ার যোগ্যতা আমার নেই।

তিনি বলেছেন, প্রধানমন্ত্রী আলাপ আলোচনা করছেন, খোঁজ-খবর নিচ্ছেন। সময় হলে জানতে পারবেন।

এদিকে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরীকেও রাষ্ট্রপতি পদে আলোচনায় রাখা হয়েছিল। তবে গত ১২ জানুয়ারি জাতীয় সংসদের সংসদ উপনেতা হন তিনি। এতে তার রাষ্ট্রপতি হওয়ার সম্ভাবনা ক্ষীণ হয়েছে।

আলোচনায় রয়েছেন- প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা মসিউর রহমান। তিনি জাতির পিতা বঙ্গবন্ধুর সঙ্গে কাজ করেছেন। আবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার একজন বিশ্বস্ত ব্যক্তি হিসেবে পরিচিত তিনি। সেই সঙ্গে প্রধানমন্ত্রীর অর্থবিষয়ক উপদেষ্টা। দেশে ও আন্তর্জাতিক পরিমণ্ডলে বেশ গ্রহণযোগ্য মসিউর রহমান।

রাষ্ট্রপতি পদে আরেক আলোচিত ব্যক্তি একুশে পদকপ্রাপ্ত সমাজবিজ্ঞানী ড. অনুপম সেন। তিনি আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর একজন সদস্য।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
© All rights reserved © 2022
Customized By chattogramsangbad