নিজস্ব প্রতিবেদক: বোয়ালখালীতে রোমানা আকতার(২২) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। বোয়ালখালীর পশ্চিম গোমদন্ডী এলাকার আবু তৈয়বের স্ত্রী রোমানা আক্তার নামে এক শিশু সন্তানের জননীর ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। গৃহবধূর শ্বশুরবাড়ীতে মঙ্গলবার (৬ ডিসেম্বর) ভোর সকালে এই ঘটনা ঘটে। তবে এটি পরিকল্পিত হত্যা বলে দাবী এলাকাবাসীর। কেননা নিহতের সমস্ত শরীরে আঘাতের চিহ্ন দেখা যায়।
নিহত গৃহবধূর পিতার আর্থিক দুর্বলতা ও
অসহায়ত্বের সুযোগ নিয়ে আর্থিক প্রভাব এবং ক্ষমতার দাপট খাটিয়ে শ্বশুর বাড়ীর পক্ষ ঘটনাটি ভিন্নখাতে প্রবাহিত করতে অপচেষ্টা করছে বলে গুঞ্জন উঠেছে।এলাকার জন সাধারণ এবং রোমানার পরিবার প্রশাসনের কাছে এই ঘটনার সঠিক বিচারের দাবি জানান।
Leave a Reply