সংবাদ ডেস্ক : বাঁশখালীতে এক যুবকের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মহানবীকে (সা.) নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করার অভিযোগ পাওয়া গেছে। তাকে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয় জনতা। অভিযুক্ত শাহেদ বিন কাশেম উপজেলার বাহারছড়া ইউনিয়নের দীঘিরপাড়া এলাকার মৃত আবুল কাশেমের ছেলে ও ছাত্রলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত।
জানা যায়, শুক্রবার(২৭ জানুয়ারি) শাহেদ বিন কাশেম তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে হযরত মুহাম্মদ (সা.) নিয়ে কুরুচিপূর্ণ স্ট্যাটাস দেন। এর প্রতিবাদ ও অভিযুক্তকে গ্রেফতারের দাবিতে শনিবার(২৮ জানুয়ারি) দুপুরে বাহারছড়া ইউনিয়নের বশির উল্লাহ মিয়াজীর বাজারে বিক্ষোভ মিছিল বের করে স্থানীয় জনতা। তাৎক্ষণিক বিক্ষোভ সমাবেশস্থলে হাজির হন আনোয়ারা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কামরুল ইসলাম সুমন, বাঁশখালী থানার ওসি মো. কামাল উদ্দিন, ইউএনও সাঈদুজ্জামান চৌধুরী। এ সময় কটূক্তিকারী শাহেদ বিন কাশেমকে দ্রুত আইনের আওতায় আনার আশ্বাস ও আইন নিজের হাতে তুলে না নিয়ে এলাকাবাসীকে শান্ত থাকার আহ্বান জানান তারা। বাঁশখালী থানার ওসি মো. কামাল উদ্দিন বলেন, অভিযুক্তকে গ্রেফতারে অভিযান চলছে।
Leave a Reply