1. admin@chattogramsangbad.net : chattomsangba :
  2. editor@chattogramsangbad.net : editor :
খালেদা জিয়া মুক্তিমঞ্চ'র ফেনী জেলা কমিটি গঠনে সার্চ কমিটির আলোচনা সভা - দৈনিক চট্টগ্রাম সংবাদ
February 6, 2025, 9:31 pm

খালেদা জিয়া মুক্তিমঞ্চ’র ফেনী জেলা কমিটি গঠনে সার্চ কমিটির আলোচনা সভা

রিপোর্টার নাম
  • আপডেট সময় : Sunday, January 29, 2023
  • 128 বার পড়েছে

সংবাদ ডেস্ক : দেশনেত্রী বেগম খালেদা জিয়া মুক্তিমঞ্চ’র ফেনী জেলা কমিটি গঠনকল্পে ফেনী জেলা সার্চ কমিটির আলোচনা সভা ২৮ জানুয়ারি বিকেল ৪টায় ফেনী ট্রাংক রোডস্থ একটি অভিজাত হোটেলে সম্পন্ন হয়। এতে সভাপতিত্ব করেন ফেনী জেলা সার্চ কমিটির টিম প্রধান জনাব সাজ্জাদ হোসেন ভূঁইয়া।

টিম প্রধান ও সভার সভাপতি জনাব সাজ্জাদ হোসেন ভূঁইয়া তাঁর বক্তব্যে বলেন দলের জন্য ত্যাগী, নিবেদিত, নির্যাতিত, মেধাবী ও যোগ্যতা সম্পন্ন ব্যক্তিদের সমন্বয়ে সহসা দেশনেত্রী বেগম খালেদা জিয়া মুক্তিমঞ্চ ফেনী জেলা আহ্বায়ক কমিটি গঠন করা হবে। এই কমিটি বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

আলোচনা সভায় অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন মুক্তিমঞ্চের কেন্দ্রীয় নেতা জনাব ঈসমাইল হোসেন ভূইয়া, ফেনী জেলা সার্চ কমিটির সমন্বয়কারী যথাক্রমে নাছির উদ্দীন লিটন, কাজী জসীম উদ্দীন, এডভোকেট ইমাম উদ্দীন ভূঁইয়া, শামীম আনসারী, আহমেদুল হক খোকন এবং মোরশেদ উল্লাহ লিটন।

আলোচনা সভায় সর্বসম্মতিক্রমে অতি দ্রুত
দেশনেত্রী বেগম খালেদা জিয়া মুক্তিমঞ্চ ফেনী জেলা আহ্বায়ক কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
© All rights reserved © 2022
Customized By chattogramsangbad