সংবাদ ডেস্ক : রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন আগারগাঁও পাসপোর্ট অফিসে অভিযান চালিয়ে ২৬ দালালকে আটক করেছে র্যাব-২। তারা সহজে পাসপোর্ট করে দেওয়ার কথা বলে সাধারণ মানুষের কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নিতেন বলে জানিয়েছে র্যাব।
বৃহস্পতিবার(২ ফেব্রুয়ারী) সকাল ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত অভিযান চালায় র্যাব। অভিযানে নেতৃত্ব দেন র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইকবাল হোসেন।
বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-২ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র এএসপি ফজলুল হক।
তিনি বলেন, পাসপোর্ট করতে আসা সাধারণ মানুষেকে জিম্মি করে টাকা হাতিয়ে নেয় আটক দালাল চক্র। দালালরা পাসপোর্ট প্রার্থীদের ফরম পূরণ, ফরম সত্যায়ন, ব্যাংকে ফি জমা দেওয়া, কাগজপত্র ঘাটতির কাজ সহজে দেওয়ার নামে বিভিন্ন অংকের টাকা নিতেন।
র্যাবের এই কর্মকর্তা বলেন, পাসপোর্ট অধিদপ্তর কর্তৃক দৌরাত্ম্য বন্ধ করার জন্য দালালদের প্রতি সতর্কীকরণ বিজ্ঞপ্তিও জারি করা হয়। কিন্তু এরপরেও দালাল চক্রের উপদ্রবে সাধারণ মানুষের হয়রানি বন্ধ না হওয়ায় র্যাব-২ অভিযান চালিয়ে ২৬ দালালকে আটক করে। আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন এবং ভবিষ্যতেও এমন অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply