নিজস্ব প্রতিবেদক : বিএনপি আন্দোলনের নামে সন্ত্রাস-নৈরাজ্য করলে সমুচিত জবাব দেওয়া হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র বীর মুক্তিযোদ্ধা এম রেজাউল করিম চৌধুরী।
শনিবার (৪ ফেব্রুয়ারি) সকালে নগরের বহদ্দারহাট মোড়ে ছাত্র ও যুব স্কোয়ার্ডের উদ্যোগে বিএনপির বিভাগীয় সমাবেশের নামে নৈরাজ্যের প্রতিবাদে অবস্থান কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।
মেয়র আরও বলেন, আন্দোলনের নামে মানুষ হত্যা, অগ্নিসংযোগ, বিশৃঙ্খলা সৃষ্টি করাই তাদের মূল উদ্দেশ্য। আজ কোথাও বিএনপি-জামায়াত বিভাগীয় সমাবেশে নামে বিশৃঙ্খলা সৃষ্টি করলে সমুচিত জবাব দিতে আমরা প্রস্তুত।
সুতরাং সাবধান হয়ে যান, চট্টগ্রামে শান্তি -শৃঙ্খলা বিনষ্ট করার চেষ্টা করবেন না। চট্টগ্রামের মানুষ খুবই শান্তিপ্রিয়, কিন্তু গর্জে উঠলে দাবিয়ে রাখা যায় না।
সমাবেশের নামে পুলিশের ওপর হামলা করবেন, গাড়ি ভাংচুর করবেন, মানুষের জানমালের ক্ষতি করবেন-তখন কিন্তু ছাড় দেওয়া হবে না।
নগর ছাত্রলীগ সহ-সভাপতি ইয়াছিন আরাফাত কচির সভাপতিত্বে ও চান্দগাঁও থানা ছাত্রলীগ সভাপতি নূরুন নবী সাহেদের সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশ ও অবস্থান কর্মসূচিতে বক্তব্য দেন প্যানেল মেয়র আব্দুস সবুর লিটন, কাউন্সিলর কাজী নুরুল আমিন মামুন, কাউন্সিলর মোবারক আলী, কাউন্সিলর নুর মোস্তফা টিনু, কাউন্সিলর আব্দুস সালাম মাসুম, এমইএস কলেজ ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান তারেক, ওমরগণি এমইএস কলেজ ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ওসমান গণি আলমগীর, সাবেক ছাত্রনেতা আব্দুর রাজ্জাক, সেলিম উদ্দীন প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন নগর ছাত্রলীগের সহ-সম্পাদক এম হাসান আলী, মহিউদ্দিন মানিক, সাজ্জাদ চৌধুরী, সাজ্জাদ আলম, শাহাদাত হোসেন হিরা, আবদুল হাকিম ফয়সাল, নুর উদ্দিন তুফান, সালাউদ্দিন কাদের আরজু, আবু সাঈদ মুন্না, হাসান রুমেল, আমির হোসেন, আরিফুল ইসলাম, তৌহিদুল ইসলাম বাবু, রায়হান উদ্দীন, আনোয়ারুল কবির আকাশ, সাগর দাস, মোহাম্মদ তারেক, আবদুল্লাহ ফয়সাল, মনিরুল আলম, জাহেদুল ইসলাম, বিজয়, ফারদিন ইসলাম চৌধুরী, ফাহিম শাহ, মাহি ফয়সাল, আমিনুল ইসলাম রুহান, ইশতিয়াক গণি প্রমুখ।
Leave a Reply