আতিকুল্লাহ চৌধুরী: কাতারে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. শহিদুল্লাহ (২৩) নামে এক প্রবাসীর মৃত্যু হয়েছে। বুধবার (৮ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় রাত ৯টার দিকে কাতারের চেহেলিয়া নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।নিহত শহিদুল্লাহ রাউজান উপজেলার ডাবুয়ার ৫ নম্বর ওয়ার্ডের কান্দিপাড়াস্থ আলী হোসেনের বাড়ির মো. হোসেনের ছেলে।
নিহতের চাচা ও প্রতিবেশী মো. সাইফুল্লাহ বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারী) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘শহিদুল্লাহকে ৪ বছর আগে তার বাবা কাতারে নিয়ে যান। সেখানে সে একটি রেস্টুরেন্টের খাবার ডেলিভারির কাজ করতো। বুধবার মোটরসাইকেলে করে খাবার ডেলিভারি দিতে যাওয়ার সময় তাকে একটি দ্রুতগামী ল্যান্ডক্রুজার চাপা দেয়। এরপর মুমূর্ষু অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’
তিনি আরো বলেন, তার স্বপ্ন ছিল দ্রুত বাড়ি আসার। এজন্য ঘরের কাজও চলছে। কিন্তু সড়ক দুর্ঘটনায় সব শেষ হয়ে গেল।
কাতার প্রবাসী হাফেজ আবু তাহের বলেন, কাতারের স্থানীয় সময় সন্ধ্যা ৬টার দিকে মোটরসাইকেলে করে খাবার ডেলিভারি দিতে যাওয়ার পথে তাকে একটি দ্রুতগামী ল্যান্ডক্রুজার চাপা দেয়। মুমূর্ষু অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মরদেহ দোহারের হাম্মাদ হাসপাতালের মর্গে রাখা হয়েছে
শহিদুল্লাহর বন্ধু ফোরকান বলেন কিছুদিন পরপর তার সাথে আমার কথা হতো, সামনের রমজানে দেশে আসার কথা ছিলো।
Leave a Reply