সংবাদ ডেস্ক : তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি দিনের বেলা পদযাত্রা করে, আর রাতের বেলা দূতাবাস যাত্রা করে। বিএনপি আন্দোলনে সফল হবে না। এভাবে সরকারকে বিদায় জানাতে পারবে না।
ড. হাছান মাহমুদ বলেন, বিএনপির পদযাত্রা কর্মসূচি আসলে পদযাত্রা নয়, তারা পদযাত্রার নামে সারাদেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়। কয়েকদিন আগে ইউনিয়নে ইউনিয়নে তারা পদযাত্রা করে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা করেছে।
আমাদের নেতাকর্মীর সতর্ক পাহারা এবং প্রশাসনের সতর্কতার কারণে তারা যেভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চেয়েছিল সেভাবে পারেনি। এরপর বিভিন্ন জায়গায় তাদের অস্ত্রধারী এবং অগ্নি সন্ত্রাসীদের দেখা গেছে।
আজ সোমবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে সারাহ ইসলামের অঙ্গ সফলভাবে প্রতিস্থাপন উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সারাহ ইসলামের উদারতার প্রশংসা করে হাছান মাহমুদ বলেন, সারাহ ইসলামের আত্মার মাগফিরাত কামনা করছি। আমাদের দেশের ডা. অনেক দেশের তুলনায় মেধাবী। অনেক উন্নত দেশে হাউজ ডা. এর সেবা পেয়ে বিশেষজ্ঞের কাছে যেতে অনেক সময় লাগে। আমাদের এখানে যেকোনো রোগী অসুস্থ হলেই হাসপাতালে যেতে পারে।
এ সময় তথ্যমন্ত্রীকে দেহদানের আহ্বান জানান বিএসএমএমইউ উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ। জবাবে মন্ত্রী বলেন, আমি ডায়বেটিসের রোগী। এ বিষয়ে চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে তারপর সিদ্ধান্ত জানাব। ডায়বেটিসের রোগী, শরীরের কোনো অংশ ভালো আছে কি না, তা দেখতে হবে।
Leave a Reply