1. admin@chattogramsangbad.net : chattomsangba :
  2. editor@chattogramsangbad.net : editor :
আগামীতে একটা সুষ্ঠু নির্বাচন দেখে যেতে চাই: নতুন রাষ্ট্রপতি - দৈনিক চট্টগ্রাম সংবাদ
January 20, 2025, 11:17 pm

আগামীতে একটা সুষ্ঠু নির্বাচন দেখে যেতে চাই: নতুন রাষ্ট্রপতি

রিপোর্টার নাম
  • আপডেট সময় : Monday, February 13, 2023
  • 127 বার পড়েছে

সংবাদ ডেস্ক : বেঁচে থাকলে আগামীতে একটি সুষ্ঠু নির্বাচন দেখে যাওয়ার প্রত্যাশার কথা জানিয়েছেন নতুন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন চুপ্পু। সোমবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর গুলশানে নিজে বাসা থেকে বেসরকারি টেলিভিশন যমুনা নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।

নতুন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন চুপ্পু বলেন, আমাকে আল্লাহ যদি জীবন দেয় সেই নির্বাচন (আগামী নির্বাচন) পর্যন্ত, আমি একটা সুষ্ঠু নির্বাচন দেখে যেতে চাই। এটাই আমার চরম প্রত্যাশা।

নতুন রাষ্ট্রপতি বলেন, সব দলের অংশগ্রহণে একটা নির্বাচন হোক, সেটা শুধু আমার একার নয়, শুধু সরকারের নয়, সারা বিশ্ব এবং জনগণের কামনা। যত ছোট দল-জোট হোক, তাদের স্বার্থেই নির্বাচনে আসা উচিত।

তবে মো. সাহাবুদ্দিন জানান, নির্বাচন হবে সংবিধান অনুযায়ী। সংবিধানের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধান থেকে বাতিল করা হয়েছে। সুতরাং তা নিয়ে আলোচনা করার সুযোগ নেই।

আগামী নির্বাচনকে নিজের জন্য চ্যালেঞ্জ আখ্যায়িত করে সাহাবুদ্দিন বলেন, একটা সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন হলো আমার সামনে বড় চ্যালেঞ্জ। তবে সংবিধানের বাইরে গিয়ে এটা সম্ভব নয়। কেয়ারটেকার গভর্নমেন্ট পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে কিল হয়ে গেছে। এটা এখন আর সংবিধানের পাঠ নয়। সংবিধানের ভেতরে থেকে সবাইকে নিয়ে নির্বাচনের ব্যবস্থা করা হবে।

আইন করে সরকার নির্বাচন কমিশন গঠন করেছে জানিয়ে তিনি বলেন, এবারের নির্বাচন কমিশন গঠন প্রক্রিয়াটা সম্পূর্ণ স্বচ্ছ। নির্বাচন কমিশনের স্বাধীনতা আছে বলেই নিজেদের ক্ষমতাবলে গাইবান্ধার নির্বাচন বাতিল করে দিয়েছে। সরকারি দল আওয়ামী লীগ কিছু বলেনি, নির্বাচন কমিশন যা করেছে তা মেনে নিয়েছে।

সাহাবুদ্দিন বলেন, জাতীয় ঐক্যের স্বার্থে সংঘাতে না গিয়ে সুষ্ঠু নির্বাচন করা গেলে মঙ্গল। এতে জাতীয় ঐক্য সৃষ্টি হবে। মানুষ গণতান্ত্রিক প্রক্রিয়ার দিকে এগোবে। সুষ্ঠু ভোটের মাধ্যমে দেশে একটি শক্তিশালী গভর্নমেন্ট জনগণের দ্বারা নির্বাচিত হবে। সংবিধানে বলা আছে, দেশের মালিক জনগণ। সুতরাং জনগণই সিদ্ধান্ত নেবে কে ক্ষমতায় থাকবে বা আসবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
© All rights reserved © 2022
Customized By chattogramsangbad