নিজস্ব প্রতিবেদক : নগরের কাজীর দেউড়ি এলাকা থেকে বমি পার্টি চক্রের ৪ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ৮ হাজার টাকা উদ্ধার করা হয়। বুধবার (১৪ ডিসেম্বর) দুপুরের দিকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, মো. রনি মিয়া (৩০), মো. রানা (৩২), মো. সুমন (২২) এবং নাঈম আলম (২২)।
জানা গেছে, গত ২১ নভেম্বর দুপুরে কাজীর দেউড়ি এলাকায় সিটি বাসের ভেতর সাইফুদ্দিন খালেদ নামে এক ব্যক্তির গায়ে বমি করে বমি পার্টির এক সদস্য। এরপর কৌশলে তাঁর প্যান্টের পকেট থেকে এক লাখ টাকা নিয়ে যায়। এ ঘটনায় তিনি থানায় মামলা দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জাহেদুল কবির বাংলানিউজকে বলেন, অভিযোগের ভিত্তিতে বুধবার কাজীর দেউড়ি এলাকায় অভিযানে যায় পুলিশ। ভুক্তভোগীর শনাক্তে বমি পার্টির ৪ সদস্যকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ৮ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।
Leave a Reply