সংবাদ ডেস্ক: শারীরিক বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার (২০ ফেব্রুয়ারী) রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর গুলশানের ইউনাইটেড হাসপাতাল থেকে তাকে উত্তরার বাসায় নেওয়া হয়। এর আগে বেলা সাড়ে ১১টার দিকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। দ্রুত তাকে পার্শ্ববর্তী ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়।
বিএনপি মহাসচিবের একান্ত সহকারী কৃষিবিদ ইউনুছ আলী জানান, স্যারের (মির্জা ফখরুল ইসলাম আলমগীর) ইসিজি, ইকো, আলট্রাসনোগ্রাফ, ট্রপোনিনসহ স্বাস্থ্যগত বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করা হয়। আল্লাহর রহমতে সব রিপোর্ট ভালো। চিকিৎসকেরা তিন-চার দিন বিশ্রামে থাকতে বলেছেন।
দুপুরে বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এজেডএম জাহিদ হোসেন সাংবাদিকদের বলেন, অতিরিক্ত মানসিক চাপের কারণে মহাসচিব অসুস্থ বোধ করছেন। ভাবি (মির্জা ফখরুলের স্ত্রী) অসুস্থ, তার ভাই রোববার রাতে দুর্ঘটনায় আহত হয়ে এভারকেয়ার হাসপাতালে ভর্তি রয়েছেন। দলের প্রোগ্রাম আছে। সবকিছু মিলিয়ে তিনি মানসিক চাপে ছিলেন। এ কারণে কাজ করতে করতে এক পর্যায়ে অসুস্থতা বোধ করেন। তবে পরীক্ষা নিরীক্ষার পর বড় ধরনের কোনো শারীরিক জটিলতা পাওয়া যায়নি। তিনি ঝুঁকিমুক্ত। ৭৫ বছর বয়সি এই রাজনীতিকের উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস রয়েছে। মাঝে দুইবার তিনি কোভিডেও আক্রান্ত হন।
২০১৫ সালে কারাবন্দি অবস্থায় তার ঘাড়ের ইন্টারন্যাল ক্যারোটিড আর্টারিতে ব্লক ধরা পড়ে। এছাড়া গলার ধমনিতে রক্ত চলাচলেও জটিলতার সৃষ্টি হয়েছিল। পরে কারাগার থেকে মুক্তির পর সিঙ্গাপুরে গিয়ে চিকিৎসা করান তিনি। এরপর প্রতি বছরই ফলোআপের জন্য বিএনপি মহাসচিবকে সিঙ্গাপুরে যেতে হয়। এক সপ্তাহ চিকিৎসা শেষে গত বৃহস্পতিবার সন্ধ্যায় মির্জা ফখরুল সিঙ্গাপুর থেকে দেশে ফেরেন।
Leave a Reply